ইসলামের প্রতিরক্ষায় বাতিলের মোকাবিলায় প্রথম বিজয় ও সব মুমিনের ঈমান জড়িত চির অবিস্মরনীয় মহান জিহাদে বদর দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ফেনী জেলা শাখার আয়োজনে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দাগনভূঞা পৌর এলাকার জগতপুর রাহমানি সুন্নীয়া জামে মসজিদে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ফেনী জেলার সহ সভাপতি আল্লামা গোলাম সরওয়ার, জেলা সাধারণ সম্পাদক হাসান আবরার, দাগনভূঞা উপজেলা সভাপতি মোশাররফ হোসেন, জেলা নেতা তাহেরুল ইসলাম ও সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আল্লামা ইমাম হায়াত এর দিকনির্দেশনায় বলেন, বদর-ওহোদ-সিফফিন-কারবালা-তোমাদেরই আলোকধারায় সব মুমিনের পথচলা।
বদর ওহোদে হকের পক্ষ ও দুশমন এবং সিফফিন কারবালায় হকের পক্ষ ও দুশমন ভিন্ন বেশে একই ধারা।
আইয়ামে জাহেলিয়াতের বাতিল জালিম অপশক্তির ধংসাত্মক গ্রাস থেকে কেয়ামত পর্যন্ত
ঈমান-দ্বীন-খেলাফত-মুসলিম মিল্লাত ও সমগ্র মানবতার রক্ষায় প্রাণাধিক প্রিয়নবীর সাথে মহান মকবুল সাহাবায়ে কেরামের অসীম ত্যাগ ও আত্মউৎসর্গ এবং ইসলামের প্রতিরক্ষায় বাতিলের মোকাবিলায় প্রথম বিজয় ও সব মুমিনের ঈমান জড়িত চির অবিস্মরনীয় মহান জিহাদে বদর দিবস।
বদর ওহোদে আল্লাহতায়ালার হাবীব প্রাণাধিক প্রিয়নবীর বিরুদ্ধে যারা ইসলামের উৎখাতের লক্ষ্যে যুদ্ধে লিপ্ত হয়ে ছিলো, সিফফিন কারাবালায় তারাই মুসলিম বেশে হকের দুশমন খুনি বাগী মোনাফেক মোয়াবিয়া ও কাফের মাগদুব এজিদ চক্রের নেতৃত্বে খলিফাতুর রাসুল মাওলায়ে আলা মাওলা আলী-ইমামে আকবার ইমাম হাসান- ইমামে আকবার ইমাম হুসাইন এবং মকবুল সাহাবায়ে কেরাম ও মুমিনদের বিরূদ্ধে তথা ইসলাম ও মুসলিম মিল্লাত এবং খেলাফত ও ইনসানিয়াতের বিরূদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল।
ঈমান-দ্বীন-মিল্লাত-মানবতা- রক্ষায় প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত সব মানুষের নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-মর্যাদা-কল্যাণ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার শপথে পালন করুন
মহান বদর ও সকল জিহাদ ও শাহাদাতের আমানত। শেষে সালাতু সালাম ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন