নেত্রকোনার সীমান্তে ৯৬৩ বোতল ফেনসিডিলসহ মিনি ট্রাক জব্দ
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের গোপালপুর সীমান্ত এলাকায় নেত্রকোনা (৩১ বিজিবি) ব্যাটালিয়নের মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৬৩ বেতাল ফেন্সিডিলসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
নেত্রকোনা (৩১ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) রোববার সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জানান।
তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রবিবার সকালে নেত্রকোনা (৩১ বিজিবি) ব্যাটালিয়নের দুর্গাপুর উপজেলার নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) একটি টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহলকালে দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় দ্রুতগামী একটি মিনি ট্রাককে সন্দেহ হলে ট্রাকটিকে থামানোর সিগনাল দেয়।
এ সময় ট্রাকের আরোহী চোরাকারবারিরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে টহল দলটি ট্রাক তল্লাশি চালিয়ে মালিকবিহীন ৯৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ জব্দকৃত মিনি ট্রাকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মতামত লিখুন