মানব কল্যাণ পরিষদের মাদার পাড়ার পরিচালনায় কোরআন শরীফ বিতরণ, ফ্রী মেডিক্যাল ক্যাম্প,রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ
প্রতিবছরের মতো এবারও মানব কল্যাণ পরিষদ মাদার পাড়ার পরিচালনায় পরপর দুই দিন ব্যাপি স্বেচ্ছায় রক্ত দান শিবির,ফ্রী মেডিকেল ক্যাম্প , পবিত্র কোরআন শরীফ বিতরণ শিবির,কম্বল বিতরণ,শাড়ি বিতরণ ও প্রায় 100 অনাথ বাচ্চাদের নতুন জামাকাপড় বিতরণ করা হয় আনুষ্ঠানিক ভাবে।
এই সমগ্র সমূহ অনুষ্ঠানে সহযোগিতা করেন মানবতার ফেরিওয়ালা ফাউন্ডেশন ও আল কোরান লন্ডন একাডেমী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গ প্রমুখ।মানব কল্যাণের সমস্ত সদস্য রা চায় তারা আগামী দিনে মানুষের সেবায় সব সময় কাজ করে যাবে সকলের দুয়া কামনা করে । এদিন এখানে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা ফাউন্ডেশনের সভাপতি মিনহাজ সেখ এবং কোষাধ্যক্ষ অলিউল সেখ।
আরও উপস্থিত ছিলেন আল কোরআন লন্ডন একাডেমীর রাজ্য সভাপতি মোঃ রাকিব হক সহ এলাকার বিশিষ্ট জনেরা। এমন উদ্যোগ কে সাধুবাদ জানান এলাকার সর্বসাধারণ মানুষ।



আপনার মতামত লিখুন