নেত্রকোনার বারহাট্টায় সনাতন হিন্দু সম্প্রদায় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছে।
বারহাট্টা শ্রী শ্রী মদনমোহন আশ্রম এর আয়োজনে (১৬ আগষ্ট ) শনিবার সকালে বারহাট্টার সকল এলাকার সনাতনী হিন্দু ধর্মালম্বীরা একত্রিত হয়ে শোভাযাত্রাটি শুরু করে ।
র্যালীটি বারহাট্টা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালী টি মোদন মোহন আশ্রমে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ গ্রহণ করেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান,বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান, বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল,বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী,জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি..মনোরঞ্জন সরকার। পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার সাহা সেন্টু হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের.সভাপতি প্রাণেশ পাল শ্রী শ্রী মদন মোহন সেবাঙ্গন আশ্রম এর সাবেক সভাপতি সুধীন্দ্র সহ অন্যান্যরা।
এ সময় সনাতনী ধর্মালম্বীরা নেচে,গেয়ে অনুষ্ঠানটি উদযাপন করেন। প্রতি বছরের ন্যায় সনাতন হিন্দু সম্প্রদায় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করে আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে, ভাদ্র্র মাসের কৃষ্ণপরে অষ্টমি তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহণ করেন।
সনাতন ধমালম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত্ত হয়েছিল-তখন সেই শক্তিকে দমন করে মানব কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠাতার জন্য মহাবতার ভগবান শ্র্রী কৃষ্ণের আর্বিভাব ঘটেছিল। আর সে কারণে যুগে যুগে তিনি পৃথিবীতে আর্বিভাব হয়ে দুষ্টের দমন করে ছিলেন।
আপনার মতামত লিখুন