
মহাপবিত্র বিশ্ব উরশ শরীফ-২০২৫ (বিশ্ব ইসলামি সম্মেলন) উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্ট চাঁদপুর উত্তর জেলা উদ্যোগে কেন্দ্রীয় দাওয়াতি মিশন সভা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে হালুয়া-রুটি ভাগাভাগির রাজনীতি করে। কিন্তু জাকের পার্টি কখনই ক্ষমতার রাজনীতি করেনি। আমাদের দেশের মানুষ অনেক দল ও অনেক নেতাকে অভিভাবক বানিয়েছে, আবার অনেকেই চক্রান্তের মাধ্যমে অভিভাবক হয়েছে। ভোট চুরি, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছেন অনেকেই। প্রকৃতপক্ষে কেউ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
তিনি আরও বলেন, কোন আদর্শবিহীন দলের সাথে জোট বেঁধে ক্ষমতার রাজনীতির অংশীদারিত্বে জাকের পাটি বিশ্বাসী নয়। জাকের পার্টি ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সততা ও নৈতিকতার রাজনীতিতে বিশ্বাসী। আর এ লক্ষকে সামনে রেখেই জাকের পার্টি কাজ করছে। এদেশের ধর্মপ্রাণ মানুষ একদিন জাকের পার্টিকেই ক্ষমতার মসনদে বসাবে। জাকের পার্টি শান্তির বার্তা আজ সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। সারা দেশে ইতিমধ্যে সাংগঠনিক তৎপরতায় জাকের পার্টি চমক সৃষ্টি করেছে।
জাকের পার্টি নেতা বলেন, বাংলাদেশে চরমপন্থীদের কোনো ঠাই নেই। ধর্ম পালন করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। আমাদের মুসলমানদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সবার সমান মর্যাদা নিয়ে ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার অক্ষুন্ন রেখে জীবন যাপন করতে পারি-রাষ্ট্রকে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
জাকের পার্টি ছাত্র ফ্রন্ট চাঁদপুর উত্তর সভাপতি মোঃ মোর্শেদ সরকারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সিয়াম হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মিশন সদস্য জাকের পার্টি ছাত্রফ্রন্টের কার্যকরী সদস্য আব্দুল রুবেল সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী, সহকারি সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ, সহকারি শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমতিয়াজ মাদানী সনেট।
আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা কৃষক ফ্রন্টের সভাপতি মোঃ হান্নান প্রধানীয়া, জেলা ছাত্র ফন্টের সহ সভাপতি
রাসেল হাওলাদার, সাধারণ সম্পাদক ডালিম সরকার, মোঃ আবুল ফাহাদ, শাকিল বকাউল, সাগর হোসেন, মহাসিন গাজি সহ জাকের পার্টি
মূলদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তিনি আগামী ৮, ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২৫ বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল, সদরপুর, ফরিদপুরে অনুষ্ঠিত মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান।