চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
প্রকাশের সময়: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ । ৭:৪৪ অপরাহ্ণ

মামলা দ্রুত নিষ্পত্তি হলেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে
…………. চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুর জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, জেলায় এই মূহুর্তে অনেকগুলো দূর্ঘটনা ঘটেছে এবং বিশেষ করে মাদকের বিরুদ্ধে কিভাবে আরো সক্রিয় মনিটরিং বাড়ানো যায় সে বিষয়ে অভিমত ব্যক্ত করন

জেলা প্রশাসক বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তারা জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে মাদকদ্রব্য, বাজার মনিটরিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়, বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা, চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে দ্রুত কাজ করা, দ্রুত গতিতে বেপরোয়া মোটরসাইকেল চালানোর বিষয়ে বিআরটিএ এর সহযোগিতায় চাঁদপুর ট্রাফিক পুলিশের আরো কাজের গতি বাড়ানোর বিষয়ে মতব্যক্ত করেন।

ডিসি এছাড়াও রেলগাড়িতে বিনা টিকেটে ভ্রমন, চোরাচালান, হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়ন্ত্রণ, সামনে রোজা কেন্দ্রিক নানান পদক্ষেপ গ্রহণ করা এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরো জোরদারে কাজ করতে আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা তুলে ধরেন।

এসময় জেলা প্রশাসক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরো নিয়ন্ত্রণ করতে হবে। পাসপোর্ট অফিসের অনেক পাসপোর্ট পুলিশ ভ্যারিফিকেশন এখনো ঝুলে আছে, এগুলো আরেকটু বিশেষভাবে দেখবেন কিভাবে আরো দ্রুত সম্ভব সমাধান করা যায়।‌ যারা সরকারি পিপি রয়েছেন, তারা নারী ও শিশু নির্যাতন এবং কিশোর গ্যাংসহ যেসকল মামলাগুলো হয়, সেগুলো পুনরায় ছাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং বিষয়টি আরো গুরুত্ব দিতে বলেন।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমার সঞ্চালনায় বক্তব্যরাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর সিভিল সার্জন ডাঃ নূরে আলম দীন, চাঁদপুর নৌ অঞ্চল পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, ডিডিএলজি মোঃ গোলাম জাকারিয়া,চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর সদর হাসপাতালের সহকারী তত্ত্বাবধায়ক মোঃ আশরাফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান সহ চাঁদপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার,জনপ্রতিনিধি ও কমিটির সংশ্লিষ্ট অংশীজন।

আলোচনা সভার শুরুতে জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন