নেত্রকোনার বারহাট্টায় মল পরীক্ষার মাধ্যমে যক্ষ্মা নির্ণয় সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আলোকিত সারাদেশ
প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ । ৮:৫৪ অপরাহ্ণ

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার বারহাট্টায় প্রথম ৪টি ইউনিয়নে ৫ বছরের কম বয়সী শিশুদের মল পরীক্ষার মাধ্যমে যক্ষ্মা নির্ণয় সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২১ ডিসেম্বর) শনিবার  স্বাস্থ্য অর্থনীতি ইউনিট ও জাতীয়  যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপসচিব মোহাঃ দবির আল কাদের। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের জুনিয়র কনসালটেন্ট ডাঃ কাজী তাসলিমা। এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ জয়নাব,প্রকল্প সমন্বয়কারী ডাঃ অংকন সরকার অর্ণব,জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর পোগ্রাম ম্যানেজার ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির,নেত্রকোনা জেলার সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য সহ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন