ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪ । ৫:৩৫ অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২০ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবেদ চৌধুরী মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৩ বছর।

এ.এফ. হাসান আরিফ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন