
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসে জেলার সকল ব্যাংকের মধ্যে সর্বোচ্চ বৈদেশিক রেমিটেন্স আহরণকারী ব্যাংক হিসাবে জনতা ব্যাংক পিএলসি নতুন বাজার কর্পোরেট শাখা।
বুধবার ১৮ ডিসেম্বর) জনতা ব্যাংক পিএলসি নতুন বাজার কর্পোরেট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জানা যায়, সর্বোচ্চ বৈদেশিক রেমিটেন্স প্রেরণকারী গ্রাহকদের জন্য ৩টি ও সর্বোচ্চ বৈদেশিক রেমিটেন্স আহরণকারী ব্যাংকের জন্য ১ টি পুরস্কার প্রদান করেন। তারমধ্যে গ্রাহক পর্যায়ে মোহাম্মদ মজিবুর রহমান প্রথম, জামাল হোসেন মোল্লা দ্বিতীয় পুরস্কার অর্জন করেন। তারা দুইজনই জনতা ব্যাংক নতুন বাজার কর্পোরেট শাখার গ্রাহক। এছাড়াও তৃতীয় পুরস্কার অর্জন করেছে জনতা ব্যাংক, চাঁদপুর কো অপারেটিভ শাখার গ্রাহক রাশেদ মোল্লা। সর্বোচ্চ একক বৈদেশিক রেমিটেন্স প্রেরণকারী হিসাবে জনতা ব্যাংক পিএলসি, নতুন বাজার কর্পোরেট শাখার গ্রাহক ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা পঞ্চম বারের মত প্রথম পুরস্কারের রেকর্ড অর্জন করেছে। এ বছরের ৪টি পুরস্কারই জনতা ব্যাংক চাঁদপুর এরিয়া অর্জন করেন।