নেত্রকোনার বারহাট্টায় মহান বিজয় দিবস উদযাপন

রিপন কান্তি গুণঃ নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪ । ৪:৩২ অপরাহ্ণ

নানা কর্মসূচী ও যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনার বারহাট্টায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

আজ (১৬ ডিসেম্বর) সোমবার সারা দেশের ন্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে  প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

দিবসটি উপলক্ষে বারহাট্টা উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর সকাল সাড়ে নয়টায় জেলা পরিষদ অডিটরিয়াম কাম- মাল্টিপারপাস হল প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি’র সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দিনব্যাপী বিজয়মেলার উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের পরিচিতি এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন