ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৫ নং ওয়ার্ডের শপথ অনুষ্ঠান ও পরিচিত সভা

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪ । ১০:১৩ অপরাহ্ণ

ফ্যাসিস্ট সরকার সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে……..শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর পৌর ১৫ নং ওয়ার্ড শাখার শপথ অনুষ্ঠান ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে ব্যাংক কলোনী মডার্ন শিশু একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।

তিনি বলেন,স্বাধীন বাংলাদেশের বয়স ৫৩ বছর পার হওয়ার পর গত ৫ আগস্ট আবার স্বাধীন দেশের নাগরিক কি কারণে গণঅভ্যুত্থান সৃষ্টি করল,কেনইবা এই গণঅভ্যুত্থানের সৃষ্টি হল এটা আমাদেরকে ভাবতে হবে। রাষ্ট্র কাঠামোর চিত্র আপনি একটি পরিবার থেকে নিতে পারেন।পরিবারের কর্তা ব্যক্তি সারাদিন শ্রম ঘাম মেহনত কষ্ট  করে, উদ্দেশ্য একটাই তার পরিবারের সদস্যদেরকে ভালো রাখা সাধ্যানুযায়ী তাদের চাহিদা পূরণ করা। পুরো রাষ্ট্র একটা পরিবার। সরকারে যারা থাকে তারা ওই পরিবারের কর্তা ব্যক্তির ন্যায় তাদের কাজ দেশের নাগরিকের চাহিদাকে অগ্রাধিকার দেয়া তাদের সুবিধা অসুবিধা সুখ-দুঃখের সাথী হয়ে তা সমাধান করা।

তিনি আরো বলেন বিগত ফ্যাসিস্ট সরকার সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বিশেষ করে নির্বাচন ব্যবস্থা কে সমূলে শেষ করে দিয়েছে তাই নির্বাচন পদ্ধতিতে সংস্কার সর্বপ্রথম প্রয়োজন কারণ নির্বাচন পদ্ধতিতে সংস্কার না আসলে গতানুগত নির্বাচন পদ্ধতি দ্বারা স্বাধীন ভোটাধিকার ব্যবস্থা প্রবর্তন সম্ভব হবে না। কালো টাকা পেশী শক্তির কাছে আবারও সেই নাগরিক অধিকার মাটিতে চাপা পড়ে যাবে। তাই আমাদের দাবি আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে অনুষ্ঠিত হোক। এতে কয়েকটি সুবিধা ভোটার বা নাগরিকগ ভোগ করতে পারবে।এক  প্রত্যেক ভোটের সঠিক মূল্যায়ন হবে দ্বিতীয় এলাকায় রাজনৈতিক দানব তৈরি হবে না তৃতীয়ত কালো টাকা পেশী শক্তি প্রয়োগ বন্ধ হবে। কমবেশি সকল রাজনৈতিক দল সংসদে কথা বলার সুযোগ থাকবে বিধায় স্বৈরশাসক তৈরির পথ বন্ধ হবে। তাই (P R) বা সংখ্যাানুপাতিক নির্বাচন পদ্ধতি এখন সময়ের দাবি, এই দাবি গণদাবীতে পরিণত করতে হবে।

তিনি আরও বলেন, আপনারা জানেন চিন্ময় দাসকে ইসকন থেকে আরো আগেই বহিষ্কার করা হয়েছে। এর পর তিনি পতিত ফেসিস্টের দোষর হিসেবে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত বাস্তবায়নের জন্য তিনি নেমেছিলেন। কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আলোকে তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে। এখন বিচার ব্যবস্থার দায়িত্ব তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার সভাপতি মাও. আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারী মুহাম্মাদ শরীফ মৃধা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর পৌর ১৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ ওমর ফারুক খানের সভাপতিত্বে ও সেক্রেটারি মামুন গাজীর  পরিচালনায় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, পৌর ৪ নং ওয়ার্ড সভাপতি মাহবুব ইমরান মাসুম, সিনিয়র সহ সভাপতি নূরুল ইসলাম, প্রচার সম্পাদক জুয়েল দেওয়ান, মডার্ন শিশু একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক, তরপুরচন্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলন সভাপতি মারুফ সর্দার।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন