ব‍্যাংকার্স ক্লাব, চাঁদপুর এর আনুষ্ঠানিক আত্নপ্রকাশ

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪ । ৭:৩৪ অপরাহ্ণ

‘সম্প্রীতি, বিনিময় ও মানবতার সেবায় নিবেদিত’ এ স্লোগানকে ধারণ করে জন্ম ও কর্মসূত্রে চাঁদপুরের নাগরিক হিসেবে চাঁদপুরে অবস্থানরত সকল সরকারি ও বেসরকারি ব‍্যাংকের কর্মকর্তাদের নিয়ে গঠিত ব‍্যাংকার্স ক্লাব, চাঁদপুর এর আনুষ্ঠানিক আত্নপ্রকাশ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর), চাঁদপুর রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে আত্নপ্রকাশ উপলক্ষে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আত্নপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন।

তিনি বলেন, “আমার কাছে এই উদ‍্যোগ সময়োপযোগী মনে হয়েছে। আমি নিজে এই ক্লাবে সময় কাটাতে চাই। এরকম একটি ক্লাব সত‍্যিই ব‍্যাংকারদের উজ্জীবিত করবে। কোন একটি আত্নপ্রকাশ অনুষ্ঠানে এত লোক উপস্থিত থাকতে পারে এটা অকল্পনীয়।” ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং ক্লাবের সফলতা কামনা করেন।

ক্লাবের আহ্বায়ক মোঃ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম গাউস রাসেল ও এসআইবিএলের সিনিয়র অফিসার মোঃ পাভেল সরকারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, অগ্রণী ব‍্যাংক পিএলসি চাঁদপুর অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল ম‍্যানেজার তপন চন্দ্র সরকার, ইসলামী ব‍্যাংক বাংলাদেশ পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.এস.এম মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম রবিন, সদস‍্য মোহাম্মদ ফয়সাল হোসেন, খোরশেদ আলম খুশবু, হাসান সিদ্দিকী, ইউসুফ আলী খান, আজিজুল হক রবিন ও সাদ আল আমিনসহ বিভিন্ন ব‍্যাংকের প্রায় ২০০ জন সিনিয়র নির্বাহী,ও কর্মর্কতাবৃন্দ।

আত্নপ্রকাশ অনুষ্ঠানে ব‍্যাংকার্স ক্লাবের সদস‍্য ও তার পরিবারবর্গের চিকিৎসা ব‍্যয় সাশ্রয়ে ফেমাস স্পেশালাইজড হসপিটাল ও ট্রমা সেন্টার এর সাথে মার্চেন্ট ডিসকাউন্টের জন‍্য সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ক্লাবের পক্ষে সদস্য সচিব গোলাম গাউস রাসেল ও হাসপাতালের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আবু জাফর এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। কেক কাটার মাধ‍্যমে ক্লাবের শুভ সূচনা করা হয়। সর্বশেষ প্রীতিভোজের মাধ‍্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন