
রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সিনিয়র সহ সভাপতি এডভোকেট কোহিনুর রশিদ চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের
পিপি নিয়োগ প্রাপ্ত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা এবং সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে সংগঠনে সদস্যরা এড. কোহিনুর রশিদের বাসায় গিয়ে তাঁকে ফুল দিয়ে অভিনন্দিত করেন।
এ সময় রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মইনুদ্দিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইখতিয়ার উদ্দিন শিশু, দপ্তর ও অর্থ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক মাকসুদুল ইসলাম রতন, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা আলম সাঞ্জু, সহ সাংস্কৃতিক সম্পাদক সাফানা নামরীন মেধা ও কাজী কাবীশাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: ১৩ নভেম্বর চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পত্রে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের
পিপি নিয়োগ প্রাপ্ত হয়েছেন।