


সোমববার (১৫ সেপ্টেম্বর) তিনি বিদায়ী ইউএনও সাখাওয়াত জামিল সৈকত এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
চাঁদপুর সদর ইউএনও অফিস সূত্রে জানা গেছে
এস এম এন জামিউল হিকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাউন্টস এন্ড ইনফরমেশন সিস্টেম লেখাপড়া শেষ করে ২০১৮ সালের ৩ সেপ্টম্বর প্রশাসনিক ক্যাডারে যোগদান করেন। এর আগে তিনি চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ছিলেন। কুমিল্লা তার নিজ জেলা।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় এস এম এন জামিউল হিকমা বলেন, “উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়ন, সরকারি সেবায় স্বচ্ছতা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সমস্যা সমাধানে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।” এজন্য সকলকেই সার্বিক ভাবে সহযোগীতা ও পরামর্শ দেওয়ার জন্য সদর উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেছি।
নতুন কর্মস্থলে যোগদানের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনী, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলায়ের সরকারি কর্মকর্তা, কর্মচারীবৃন্দ শুভেচ্ছা জানান।
উপজেলা প্রশাসন ও স্থানীয় জনসাধারণ আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলায় উন্নয়নের নতুন গতিপথে অগ্রসর হবে।