
সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক এবং বারহাট্টা সরকারি কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিস নেত্রকোনা থেকে চুক্তিপত্র স্বাক্ষর করেন নেত্রকোনা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার(ইনচার্জ)মোঃ নুরুল ইসলাম এবং বারহাট্টা সরকারি কলেজের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাঅধ্যক্ষ আব্দুল ওয়াদুদ ।
উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের বারহাট্টা শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার দেবাদিষ কুমার দাস, বারহাট্টা সরকারি কলেজের বাংলার প্রভাষক এস,এম মাসুদ মোস্তোফা,পদার্থ বিজ্ঞানের প্রভাষক আমিনুল ইসলাম খান সহ প্রমুখ।
বারহাট্টা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ জানান নেত্রকোনা জেলায় তিনটি সরকারি কলেজেই সোনালি ব্যাংকের মাধ্যমে শিক্ষার্থীরা এই সুবিধা পেয়ে আসছিল।এতদিন বারহাট্টা সরকারি কলেজ এটির আওতাভুক্ত ছিলনা।অবশেষে আমরা বারহাট্টা সরকারি কলেজ কেও এটির আওতাভুক্ত করেছি।এখন থেকে বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থীরা নিজস্ব মোবাইল থেকে ও আত্মীয়স্বজন অথবা কোন দোকান থেকে তাদের নির্ধারিত ফি পরিশোধ করতে পারবে।