
চাঁদপুর সদর মডেল থানায় পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনিং ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলা ব্রাকের আয়োজনে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণে দিনব্যাপী এক ক্লিনিং ক্যাম্পেইন পরিচালনা করেন।
ক্লিনিং ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
ক্যাম্পেইনে সহযোগিতা করেন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচী স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়।
ক্যাম্পেইন চলাকালে তারা থানার আশেপাশে ময়লা আবর্জনা, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, পুরাতন টায়ার পরিস্কার করে মানুষকে উদ্ধুদ্ধ করেন।
ক্যাম্পেইনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্র্যাকের চাঁদপুর জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, চাঁদপুর সদর ব্রাকের প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, যুব রেড ক্রিসেন্টের যুব প্রতিনিধি ওমর বিন ইউসুফ চৌধুরী।
উল্লেখ্য, সম্প্রতি ডেঙ্গু ও চিকনগুনিয়া আক্রান্তের হার বেড়ে যাওয়ায় এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।