
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভাংরি ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ৫ কেজি ওজনের কষ্টি পাথর সাদৃশ্য একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের বাসিন্দা হামেদ আলীর ছেলে রেজাউল করিমের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আখতারুজ্জামান ও আনসোপ আলীর নেতৃত্বে ফোর্স মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত রেজাউল করিম বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে যায়, ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল করিম দীর্ঘদিন ধরে ভাংরি ব্যবসার আড়ালে চোরাই কষ্টি পাথরের ব্যবসার সঙ্গে যুক্ত। সে একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের সদস্য। সম্প্রতি মূর্তির টাকার ভাগ নিয়ে চক্রের ভেতরে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি ফাঁস হয়ে যায়। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের সূত্রেই পুলিশ এ সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মূর্তিটি কষ্টি পাথরের মতো হলেও এর প্রকৃত গুণাগুণ নির্ধারণে প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।