বারহাট্টায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

মুখলেছুর রহমান হীরা,বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ । ১:১৬ অপরাহ্ণ
অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, পোনা অবমুক্তি, শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান।
পরে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে  ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম গোলাম হোসাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান,বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান, বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল,বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা মৎসজীবী দলের সভাপতি শহিদ মড়ল,উপজেলা জামায়াতের সেক্রেটারি বাছির উদ্দিন সহ প্রমুখ।
এছাড়া মৎস্য চাষী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পরবর্তী ৩ জন সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।তারা হলেন সানোয়ার হোসেন ঠাকুর,রশীদ আলম তালুকদার, সুলতান আহমদ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান জানান দেশী মাছ পেতে হলে আগে সাধারণ মানুষদের সচেতন হতে হবে। কারণ মা মাছ কে যদি ডিম সহ মেরে ফেলা হয় তাহলে সেটা বংশবৃদ্ধি করতে পারেনা।এছাড়াও দেশী মাছের রেণু ধ্বংসকরা চায়না দুয়ারী জাল ব্যবহারে সবাইকে বিমুখ হতে হবে।বারহাট্টা উপজেলা প্রশাসন চায়না দুয়ারী জাল সহ সকল জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন