চাঁদপুরে জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞার যোগদান

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ । ৮:৪৮ অপরাহ্ণ

চাঁদপুর জেলা কারাগারে জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা যোগদান করেছেন।

রোববার (২৫ মে) চাঁদপুর জেলা কারাগারে তিনি যোগদান করেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন। নবাগত জেল সুপার কারা কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন ও তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি কুমিল্লা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ২০০৩ সালে চাকরিতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি ৩ ছেলের  জনক। তার স্ত্রী একজন সফল উদ্যোক্তা।

কর্মজীবনে তিনি হবিগঞ্জ মৌলভীবাজার ও বরিশালে জেলার হিসেবে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পালনে সেখানেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

চাঁদপুর জেলায় দায়িত্ব পালনে তিনি সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

প্রসঙ্গত, চাঁদপুর জেলা কারাগারে সাবেক জেল সুপার ওবায়েদুর রহমান বিদায় নেয়ার পর এ পদে মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা যোগদান করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন