
বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) জেলার সর্বত্র আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর ছিল নতুন বছরের প্রথম দিন।
বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের মোক্তারপাড়াস্থ কালেক্টরেট মাঠে জাতীয় সংগীত ও বর্ষবরণের গান ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নববর্ষের কর্মসূচি শুরু হয়। এরপর ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ বর্ণিল আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল লোকজ মেলা, বৈশাখী উৎসব এবং নানা সাংস্কৃতিক পরিবেশনা। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও পালিত হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা অংশ নেয় নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে।
জেলা প্রশাসনের এ আয়োজনে নববর্ষের আনন্দ সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। সবাই আশা প্রকাশ করেন, বাংলা ১৪৩২ হবে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের নতুন অধ্যায়।