
চাকরিতে পূণর্বহালসহ স্থায়ী করার দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন চাঁদপুর পৌরসভার চাকুরীচুত্য কর্মচারীরা।
রোববার (৬ এপ্রিল) সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার সামনে এই আমরণ অনশন কর্মসূচি পালন করে চাঁদপুর পৌরসভার সাধারণ চাকুরীচুত্য কর্মচারীরা।
এসময় “চাকুরী মোদের ফিরিয়ে দে,নইলে মুখে বিষ দে”আমরা কেন বৈষম্যের স্বীকার হলাম, হয় চাকরি দিন, না হয় বাঁচতে দিন; চাকরি ফেরত চাই, দিতে হবে’ বিভিন্ন লেখা সম্বলিত নানা স্লোগান দিচ্ছেন কর্মচারীরা।
অনশনে নাজমা আক্তার, রাজু পাটওয়ারী, রিয়াদ পাটওয়ারী, মোহাম্মদ হোসেন, সেলিম হোসেন, বিল্লাল হোসেন, রবিন চৌধুরী, সোহেল, সাখাওয়াত, সার্ভেয়ার হাসান, সাইফুল ইসলামসহ বেশ কিছু চাকুরীচুত্য কর্মচারী উপস্থিত ছিলেন।
চাকুরীচুত্য কর্মচারীরা বলেন, আমরা দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর এই পৌরসভায় চাকরি করে আসছি। কিন্তু হঠাৎ করে গত ৫ ফেব্রুয়ারি আমাদেরকে প্রশাসক মৌখিকভাবে বাদ দিয়ে দেয়। তারপর আমরা পৌর সচিব স্যারের কাছে গিয়ে আমাদেরকে বাদ দেওয়ার কারণ জানতে চাই। তখন তিনি আমাদের জানান মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী আমাদেরকে বাদ দেয়া হয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে কোন চিঠি আমরা পাইনা। আর যদি মন্ত্রনালয়ের নিয়ম অনুযায়ী বাঁধ দিতে হয় তাহলে তো সবাইকে বাদ দিতে হবে, আমাদের কয়েকজনকে কেন টার্গেট করা হলো। আমরা চাই এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আমাদেরকে যেন চাকরিতে পূণর্বহাল করে নেওয়া হয়। চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আমাদের আমরণ শান্তিপূর্ণ অনশন কর্মসূচি চলবে।
এবিষয়ে চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, তারা সবাই পৌরসভায় দৈনিক হাজিরার ভিত্তিতে ছিল। এটি সম্পূর্ণ মন্ত্রণালয়ের নির্দেশ, অপ্রয়োজনীয় লোকবল থাকবে না। এখানে আমার কিছু করার নেই।