ফেনীতে জাতীয়তাবাদী আইনজীবী পরিবারের দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আবদুল রহিম, ফেনী প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ । ১০:০১ অপরাহ্ণ
ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দলের চেয়ার পার্সন বেগম খালেদা জয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে।  জেলা শহরের একটি রেস্টুরেন্টে শনিবার ২৮ মার্চ জাতীয়তাবাদী আইনজীবী পরিবার ফেনীর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে ও হুমায়ুন কবীর বাদলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা ও দায়রা জজ আদালতের পিপি বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ভূঁঞা, জেলা আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, সাধারণ সত্পাদক ফরিদুলহক নয়ন, আমিনুল করিম, পার্থ পাল চৌধুরী, ইউসুফ আলমগীর চৌধুরী,  মীর মোশাররফ হোসেন মানিক, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা।
এসময় বক্তারা অতিতের মতোই গণতান্ত্রিক আন্দোলনে দলের নির্দেশে যে কোন ত্যাগ স্বীকারের ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন