পলাশে  ছাত্রদলের নেতাকর্মীদের  মাঝে ঈদ উপহার বিতরণ 

আল-আমিন মুন্সী, নরসিংদী প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ । ৯:২৬ অপরাহ্ণ
নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর  ছাত্রদলের ৩ শতাধিক নেতাকর্মীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ডে আয়োজিত এক কর্মী সভায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন  ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান এবং সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের ব্যক্তিগত অর্থায়নে  উপজেলা ও পৌর এলাকার প্রায় তিন শতাধিক নেতাকর্মীর মাঝে ঈদ উপহার হিসেবে একটি করে পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন