চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক এর উদ্যোগে সেহেরী বিতরন

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ । ৭:৩৮ অপরাহ্ণ

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শামছুল আলম সূর্যের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিপূর্ণ সুস্থতা কামনায়
রোজাদারদের মাঝে সেহরি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) রাতে চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বড় স্টেশন, রেল স্টেশন ও লঞ্চঘাট এলাকায় শতাধিক ছিন্নমূল, ভাসমান ও দারিদ্র্য মানুষের মাঝে মধ্যরাতে সেহরি বিতরণ বিতরণ করেন।

করোনা মহামারি, শীত, রোজা ও ঈদে সামর্থ্য অনুযায়ী সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এই নেতা। করোনায় যখন সারাদেশ লকডাউনে ছিল তখন নিজ এলাকা নিম্ন আয়ের অসহায় মানুষের পাশে ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছিলেন। এছাড়াও তীব্র শীতে শীত বস্ত্র বিরতণ করেন তিনি।

শামছুল আলম সূর্য বলেন, আমি সকল সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করি। এর প্রয়াস হিসেবে আজকে আমার এলাকায়  ঘুরে মানুষের মধ্যে সেহেরির খাবার বিতরণ করছি। রোজায় অনেক মানুষ ফুটপাতে শুয়ে ঘুমাচ্ছে অনেকের সেহেরি খাওয়ার সামর্থ্য নেই। তারা গভীর রাতে খাবার হাতে পেয়ে যে খুশি হয়েছেন সেটা দেখে নিজের মধ্যে আত্মতৃপ্তি পেয়েছি সেটার থেকে বড় কিছু পাওয়ার নেই।
দেশের সচ্ছল মানুষ নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা করছি।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ আখন্দ, সদস্য মোঃ আলমগীর হোসেন রুবেল, মোঃ জসিম উদ্দিন মোল্লা, আব্দুর রহিম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন রুবেল, মোঃ হাবিবুর রহমান খান, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা হারুন উর রশিদ, যুবনেতা জীবন গাজী প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন