
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলে মিশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে (২ মার্চ) রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি বারহাট্টা উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে বারহাট্টা উপজেলা পরিষদ হলরুমের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলার নির্বাচন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক প্রতিনিধি ও প্রধান শিক্ষক অথিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজুল হক ফারুক, দৈনিক আমাদের সময় পত্রিকার বারহাট্টা উপজেলা প্রতিনিধি, রেজাউল করিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বারহাট্টা উপজেলা শাখার আহবায়ক কমিটির সম্মানিত সদস্য, বারহাট্টা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, বারহাট্টা সরকারি কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।