মুন্সিগঞ্জে স্বেচ্ছাসেবীদের মানববন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচি পালিত

সাইফুল বিন বারী- মুন্সিগঞ্জ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:২১ অপরাহ্ণ

দেশব্যাপী সংঘটিত চুরি, ডাকাতি ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে মুন্সিগঞ্জে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েক শতাধিক স্বেচ্ছাসেবীর উপস্থিতিতে “মানববন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচি” পালিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলা ২টার সময় সকলের উপস্থিতিতে আলোচনা সভা এবং পরে সভাস্থল থেকে জেলা সুপার মার্কেট এলাকা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের হয়। বিভিন্ন সংগঠনের জ্যেষ্ঠ স্বেচ্ছাসেবীবৃন্দ বক্তব্য রাখেন এই সভায়। তারা দেশে চলমান চুরি, ডাকাতি এবং ধর্ষণের বিরুদ্ধে আরও সোচ্চার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অতি দ্রুত নিয়ন্ত্রণের দাবী জানান দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এছাড়া ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হওয়ার জোর দাবী জানানো হয় এই মানববন্ধন থেকে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন