তরপুরচন্ডী ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:৩৭ অপরাহ্ণ

ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের পরিবারের নিকট টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর সদরের ৭ নং তরপুরচন্ডি ইউনিয়নে টিসিবি কার্ডের মাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নে কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়। এ ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডের ৬৯৬ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, তরপুরচন্ডী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্ত মনছুর আহমেদ, ট্যাগ অফিসার নুরজাহান বেগম, চাঁদপুর সদর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মেনরুম।

জানা যায়, বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি উপকার ভোগীরা। টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন পণ্য সংগ্রহকারীরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন