
সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
সকলের সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতায় কিশোর অপরাধ নির্মূলে অনেকাংশে সম্ভব হবে
……….জেলা প্রশাসক, চাঁদপুর
চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সকলের সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতায় কিশোর অপরাধ নির্মূলে অনেকাংশে সম্ভব হবে। আমরা চাই, পারিবারিকভাবে সচেতনতা তৈরি করে কিশোর অপরাধ রোধ করতে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। ইতোমধ্যেই মাদকবিরোধী সচেতনতা তৈরি করতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্নভাবে কাজ করছে। সচেতনতা তৈরি করতে বিভিন্ন স্কুলে সেমিনার, নাটক ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। নদীরক্ষায় জলদস্যুদের আইনের আওতায় আনা সহ মৎস্য সম্পদ, চোরাচালানী, মাদক দ্রব্য, কালোবাজারী সহ সকল ধরনের অপরাধ নির্মূলে একযোগে সকল প্রতিষ্ঠান কাজ করবেন।
তিনি বলেন, সকলের সহযোগিতায় জেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। শান্তি শৃঙ্খলায় জনমনে সন্তুষ্টি রয়েছে।এখন আমাদের সামনে চাঁদপুরের তিনটি সমস্যা রাস্তাঘাট,ময়লা-আবর্জনা এবং অতিরিক্ত যানবাহন। এ সমস্যার কারনে জনজীবনে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। এ সব বিষয় নিয়ে খুব কথা হয়, কিন্তু কাজ হয়না। এ ব্যাপারে দৃষ্টি দেয়া দরকার। সকলের কর্মতৎপরতায় আমাদের আইন-শৃঙ্খলা বেশ ভালো আছে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক এর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর এনএসআইডিডি মোহাম্মদ বদরুদ্দীন, চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. কুহিনুর বেগম, জেল সুপার ফোরকান ওয়াহিদ,
জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোহাম্মদ খলিলুর রহমান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক, বিআইডব্লিউটিএ উপ পরিচালক বছির আলী খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা আক্তার,
ও কমিটির সংশ্লিষ্টরা।
সভার শুরুতে আলোচ্য বিষয় নিয়ে ডকুমেন্টারি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, মা ইলিশ সংরক্ষণ অভিযান সঠিকভাবে পরিচালনা, গ্রাম আদালতের মামলাসমূহ নিষ্পত্তি, চাঁদপুর শহরের সড়কে যানজট নিরসনসহ গুরুতর অপরাধ দমনে কর্মকৌশল প্রনয়ণ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।