চাঁদপুরে খাদিমুল কোরআন মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল

চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারে অবস্থিত খাদিমুল কোরআন মাদরাসার উদ্যোগে হিফজ সমাপ্তকারী হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ)’ বিকালে মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত আয়োজনটি অনুষ্ঠিত হয়।
পাগড়ী প্রধান ও ইফতার মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে বয়ান করেন দারুল ঈমান হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ও হেফাজত ইসলাম চাঁদপুরের সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান ও জাফরাবাদ জামিয়া আরাবিয়াহ কাসিমুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইলিয়াছ ফরিদীসহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অত্র মাদরাসা থেকে প্রতি বছরের ন্যায় এবছরও মোট ৮ জনকে ছাত্র ও ছাত্রীদের পাগড়ী প্রদান করা হয়। এরা হলেন, সিফাত হোসেন, নাঈম হোসেন, মুত্তাকিন, আলম হোসেন, মোহাম্মদ সায়েম।
আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির ও মুহতামিম হাফেজ মাওলানা কামরুল ইসলাম।
উল্লেখ্য যে, অত্র মাদ্রাসাটি প্রতিদিনই প্রায় ১৫০জন ছাত্র ও ছাত্রদের ইফতার করানো সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে ভূমিকা রেখে আসছে।
আপনার মতামত লিখুন