খুঁজুন
সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদকে সামনে রেখে কেনাকাটার ব্যস্ততায় ক্রেতা-বিক্রেতারা

রিপন কান্তি গুণঃ নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ
ঈদকে সামনে রেখে কেনাকাটার ব্যস্ততায় ক্রেতা-বিক্রেতারা

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বারহাট্টায় জমে উঠেছে ঈদের জমজমাট বাজার। এরই মধ্যে পরিবার-পরিজন ও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে নতুন কাপড় কিনতে ক্রেতারা ভিড় করছেন বিভিন্ন ছোট-বড় শপিংমল, বিপণী বিতানসহ ফুটপাতের দোকানগুলোতে।

সরেজমিনে জেলা সদরের বিভিন্ন শপিংমল, বিপণী বিতান, ঘুরে দেখা গেছে, নতুন নতুন পোশাকে ঈদ উদযাপনে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। অপর দিকে বিক্রেতারা ক্রেতাদের বিভিন্ন ডিজাইনের পণ্য পছন্দ করাতে বেঁছে নিচ্ছেন বিভিন্ন কৌশল।  সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তরুণ-তরুণীসহ নানান বয়সী মানুষের পদচারনায় মুখর হয়ে ওঠে উপজেলা সদরের বিপনী বিতানগুলো। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ঘুরছেন এক দোকান থেকে অন্য দোকানে। দিন অথবা রাতে সুবিধামতো সময়ে মানুষ যাচ্ছেন মার্কেটে। ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইন আর মডেলের পোশাক শোভা পাচ্ছে দোকানগুলোতে। ফুটপাত থেকে শুরু করে উপজেলা সদরের সব শ্রেণির দোকানেই নেমেছে ক্রেতাদের ঢল। ক্রেতারা ভিড় করছেন শাড়ি, থ্রিপিস, বাচ্চাদের পোশাক, পাঞ্জাবি, পায়জামা এবং টিশার্টসহ অন্যান্য পোশাকের দোকানগুলোতে। তবে পুরুষ ক্রেতার তুলনায় নারী ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। বিগত বছরের তুলনায় পণ্যের দাম একটু বেশি হওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। পোশাক ছাড়াও জুতা ও প্রসাধনীর দোকানে ভিড় বাড়ছে। অনেকে পোশাকের সঙ্গে ম্যাচিং জুয়েলারিও কিনে নিচ্ছেন। এদিকে নিম্ন আয়ের মানুষ ফুটপাতের দোকানগুলোতে কেনাকাটার জন্য ভিড় জমাচ্ছেন। অপর দিকে দর্জিপাড়ায় কাপড় তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। দিন-রাত নিরলস ভাবে কাজ করছেন তারা।

জেলা সদরের বড় বাজার এলাকার প্রিয়াঙ্গন বস্ত্র বিতানের মালিক গোপাল সরকারের সাথে কথা বললে তিনি বলেন, ১০ রমজানের পর থেকেই ক্রেতাদের ভিড় বাড়তে থাকে।  আগামী কয়েকদিনে কেনাকাটার ভিড় আরও বাড়বে। এবারে দেশি পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকও মিলছে। নতুনত্বের শাড়ির কালেকশনে রয়েছে শাড়ির জমিনে হাতের কাজ, মেশিনের কাজ, স্ক্রিন বা ব্লক প্রিন্ট, হ্যান্ড পেইন্টের মাধ্যমে ফুলপাতা আর জ্যামিতিক নকশা। এ ছাড়াও দেশি টাংগাইলে তাঁতে বোনা শাড়ি, জামদানি প্রিন্টের হাফ সিল্ক শাড়ি, সুতি শাড়ির প্রাধান্য পেয়েছে। ১৫’শ টাকা থেকে শাড়ির মান ভেদে চার হাজার টাকার মধ্যে ক্রেতারা পেয়ে যাবেন হাফ সিল্ক, তাঁতের শাড়ী। এছাড়াও সিল্ক, মসলিন বা জর্জেটের শাড়িতে এমব্রয়ডারি, কাটওয়ার্ক, পুঁতি ও জরির কাজ করা শাড়িগুলো সাড়ে ৩ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

তিনি জানান, ঈদকে সামনে রেখে প্রতি বছরই তাদের বাড়তি বিক্রির আশা থাকে। এবারও তেমনটিই আশা করছেন তারা। তবে রমজানে দিনের তুলনায় সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত ভিড় বেশি থাকে। এখনও পুরোদমে বিক্রি শুরু না হলেও, অন্যান্য বছরের তুলনায় এবাবেচাকেনা ভালো হওয়ার আশা করা যায়।

ঢাকা বস্ত্রালয়ের মালিক ভৌমিক জানান, এবার ঈদ উপলক্ষে নতুন নতুন কালেকশন এনেছি। গরমকে প্রাধান্য দিয়ে ডিজাইনে নতুনত্ব আনা হয়েছে। বিভিন্ন কোয়ালিটির শাড়ি, থ্রিপিসের চাহিদা রয়েছে। মেয়েদের থ্রিপিস বেশি বিক্রি হচ্ছে। সব কিছুর দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব কাপড়ের ওপরও পড়েছে।

মক্কা-মদিনা গার্মেন্টসের পোশাক বিক্রেতা সেলিম হাওলাদার, মোল্লা গার্মেন্টসের টিটু খান, আড়ংয়ের রুবেল জানান, ক্রেতাদের রোজার শেষের দিকে সব সময় মার্কেট করতে দেখা যায়। কিন্তু এবার বাজার পরিস্থিতির ভিন্নতা দেখা যাচ্ছে। রমজানের শুরু থেকেই কেনাকাটায় মনোযোগ দিয়েছেন ক্রেতারা। এবার ছেলেদের পাঞ্জাবি-পাজামা, শার্ট-প্যান্ট, মেয়েদের থ্রিপিস, ফ্রক, স্কার্ট ও শিশুদের শার্ট-প্যান্ট, পাঞ্জাবি-পাজামাসহ নানা নজরকাড়া পোশাকের চাহিদা বেশি। এবার ছোটদের পোশাকেও রয়েছে ভিন্নতা। মেয়ে শিশুদের পছন্দের তালিকায় রয়েছে লং ফ্রক ও পারর্টি ফ্রক। এ ছাড়া দোকানগুলোতে উঠেছে লেহেঙ্গা ও লং কামিজ। গরমকে সামনে রেখে ছেলে শিশুদের চাহিদার শীর্ষে রয়েছে সুতি টি-শার্ট ও স্যুট। এ ছাড়াও বিভিন্ন ডিজাইনের প্যান্ট। ঈদে তরুণদের পোশাকেও রয়েছে ভিন্নতা। তবে প্রতিবারের মতো এবারও তোলা হয়েছে ভিন্ন ভিন্ন ডিজাইনের পাঞ্জাবি।

পৌর শহরের সাতপাই এলাকা থেকে কেনাকাটা করতে আসা সখিনা, শেফালী, হাসিনা পারভীন বলেন, গত বছরের তুলনায় এবার প্রতি পোশাকে ৩শ’ থেকে ৫শ’ টাকা বেড়েছে। বাচ্চাদের জন্য কাপড় কিনেছি, প্রতিটি পণ্য আগে হাজারের নিচে হলেও এবার হাজার টাকার ওপরে।কিনতে হচ্ছে। এবার মার্কেটে এসে শান্তি পাচ্ছি না। গত বছর পোশাকের দামের চেয়ে এ বছর পোশাকের দাম দ্বিগুণ বেড়েছে। কাপড়, জুতার পাশাপাশি ঈদের অন্যতম আকর্ষণ গহনা। কসমেটিকের দোকানগুলোতে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে রুপার ওপরে মিনাকারির কাজ, কৃত্রিম মুক্তা, পুঁতিরস মালা, কানের দুল, চুড়ি, আয়না, কাপড় ও সুতার তৈরি বিভিন্ন ধরনের গহনা দিয়ে সাজানো হয়েছে। বেচাকেনাও হচ্ছে ভাল বলে জানান বিক্রেতারা।

বড় বড় মার্কেট, বিপণী বিতানের মতোই ফুটপাতেও চলছে জমজমাট বেচাকেনা চলছে জানিয়ে এক বিক্রেতা বলেন, মার্কেটের জিনিস আর আমাদের জিনিসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমাদের দোকান ভাড়া লাগে না। তাই আমাদের এখানে মালামালের দাম অনেক কম। রোজা শুরু থেকেই ভালো বিক্রি হচ্ছে। ঈদের সময় যত ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় বাড়ছে এবং বিক্রিও ভালো হচ্ছে। একই চিত্র রয়েছে শহরতলীর বাজারগুলোতে, শহরতলীসহ গ্রামের হাট বাজারগুলোতে নিম্ন ও মধ্যবিত্ত লোকজন ভিড় করছে, শহড়তলীসহ গ্রামের হাট বাজারগুলোতে স্বল্পদামে ঈদের কেনাকাটা করতে।

জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, উপজেলা সদরের দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটা চলছে। কেনাকেটা নির্বিঘ্ন ও ক্রেতাদের নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইতালি যুবদলকে ঐক্যবদ্ধ ও সু সংগঠিত করতে ইতালি যুবদল লাস্পেসিয়া শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৮:৪৮ পূর্বাহ্ণ
   
ইতালি যুবদলকে ঐক্যবদ্ধ ও সু সংগঠিত করতে ইতালি যুবদল লাস্পেসিয়া শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালি কেন্দ্রীয় কমিটিকে ঐক্যবদ্ধ ও সু সংগঠিত করতে ইতালি যুবদল লাস্পেসিয়া শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাকির হোসেন গণি সভাপতি ইতালি যুবদল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ওমর ফারুক সাধারণ সম্পাদক ইতালি যুবদল।

নাছির মিয়া লাস্পেসিয়া যুবদল সুজন আহমেদ লাস্পেসিয়া যুবদল দুলাল আহমেদ যুগ্ম আহ্বায়ক সেচ্ছাসেবক দল ইতালি উত্তর আজম খাঁন লাস্পেসিয়া যুবদল নেতা। বিশেষ বক্তব্য রাখেন ইতালি যুবদল নেতা সালাউদ্দিন সাগর, রিমন আহমেদ, দিপু ফকির লাস্পেসিয়া শাখা।

 

আরও বক্তব্য রাখেন নুর মোহাম্মদ দেওয়ান লাস্পেসিয়া বিএনপি নেতা, উজ্জ্বল হুসেইন লাস্পেসিয়া বিএনপি নেতা, সাদ্দাম হাওলাদার, ইতালি কেন্দ্র যুবদল সৈকত আহমেদ। আরও বক্তব্য রাখেন সুজন আহমেদ লাস্পেসিয়া যুবদল শেখ মিটু বাপ্পি খাঁন, আরিয়ান তৌহিদ সাইফুল দিপু ফকির আরিফুল ইসলাম উপস্থিত বক্তব্য রাখেন লাস্পেসিয়া বিএনপি সহ যুবদলের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে যুবদলের ভূমিকা অনন্য। তারা আশা প্রকাশ করেন, ইতালি যুবদল আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও সংগঠিত হবে এবং যারা বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের নিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার পরার্মশ দেন।

ইতালির বিভিন্ন প্রভিন্সে যুবদল কমিটি গঠনের লক্ষ্যে মনফালকনে গরিঝিয়া যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২:৫০ পূর্বাহ্ণ
   
ইতালির বিভিন্ন প্রভিন্সে যুবদল কমিটি গঠনের লক্ষ্যে মনফালকনে গরিঝিয়া যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালি কেন্দ্রীয় কমিটির নির্দেশে ইতালির বিভিন্ন প্রভিন্সে যুবদল কমিটি গঠনের লক্ষ্যে মনফালকনে গরিঝিয়া যুবদলের উদ্যোগে অদ্য রোজ রবিবার মনফালকনের স্থানীয় একটি রেস্টুরেন্টে যুবদলের প্রায় শতাধিকের অধিক নেতাকর্মী নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভাটি মনফালকনে গরিঝিয়া যুবদলের নেতা আলাদিনের সভাপতিত্বে এবং যুবদল নেতা শাহপরাণ খন্দকার এবং মিনহাজুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।হাফেজ আশরাফুল আরমান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুবদল নেতা এমরান মিয়া,ইকবাল হোসেন,জান্নাত হোসাইন, রাজিব শেখ, তামিম ইসলাম তোহা, বাবু মোহাম্মদ, নাজমুল হাসান, সজিব মিয়া, কুতুব ইসলাম প্রমুখ।উক্ত মতবিনিময় সভায় যুবদলের নেতারা একটি শক্তিশালী কমিটি গঠন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।দীর্ঘ একযুগ পর ইতালি যুবদলের কমিটি অনুমোদন দেয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আবদুল মোনায়েম এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পাশাপাশি ইতালি যুবদলের নবনির্বাচিত সভাপতি জনাব জাকির হোসেন গণি এবং সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুককে মনফালকনে গরিঝিয়া যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মতবিনিময় সভায় উপস্থিত মনফালকনে গরিঝিয়া যুবদলের সকল নেতাকর্মীরা একবাক্যে ওয়াদাবদ্ধ হন, বিগতদিনে যেভাবে মনফালকনে গরিঝিয়া বিএনপি ইতালিতে সাংগঠনিকভাবে তাদের ভূমিকা রেখেছে ইনশাআল্লাহ আগামিতে মনফালকনে গরিঝিয়া যুবদলও সাংগঠনিকভাবে সেইরকম ভূমিকা রাখবে।পরিশেষে আগামি জাতীয় নির্বাচনে মনফালকনে গরিঝিয়া যুবদল তাদের শক্তিশালী সাংগঠনিক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানটি শেষ করেন।

রামগঞ্জে ফিরছে বিএনপির দুঃসময়ের কান্ডারী কবির হোসেন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ণ
   
রামগঞ্জে ফিরছে বিএনপির দুঃসময়ের কান্ডারী কবির হোসেন পাটোয়ারী

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আস্থার প্রতীক হিসেবে পরিচিত সাবেক ছাত্র ও যুবনেতা কবির হোসেন পাটোয়ারী শীঘ্রই দেশে ফিরছেন। তাকে গ্রহন করতে দলীয় নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহন করছে বলে দলের একটি সূত্র জানিয়েছেন।

দলীয়নেতা-কর্মীরা জানান,রামগঞ্জ বিএনপির রাজপথের লড়াইকু শহীদ জিয়ার আদর্শের দল বিএনপির পরিক্ষিত সৈনিক কবির হোসেন পাটোয়ারী। যাকে বড় কবির নামে সবাই ছিন। কবির হোসেন পাটোয়ারী বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একাধি মিথ্যা এবং জেল-জুলুমে শিকার হয়। ফ্যাসিস্ট বাহিনীর হামলা ও পুলিশি হয়রানীতে অতিষ্ট হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়।

প্রবাসে গিয়ে ফ্রান্সে বিএনপির র্দুগ তৈরী করে এবং দেশের মাটিতে রাজনীতি করতে গিয়ে যেসব নেতা-কর্মী মামলা-হামলাতে শিকার হয়েছে, তাদের আর্থিক ও আইনী সার্পোট দিয়েছন। এতে প্রবাসে থেকেও কবির হোসেন পাটোয়ারী প্রকাশ বড় কবির তৃণমুল বিএনপি ও সহযোগী সংগঠনের আস্থাভাজক হিসেবে যোগ্যতা অর্জন করেছে।

বিগত সময়ে এইতুখোড় নেতা কবির হোসেন পাটোয়ারী রামগঞ্জ সরকারী কলেজের জিএস, রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ও রামগঞ্জ উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছে। ফ্রান্স বিএনপির ১ম যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে দলের ঘোষিত সকল কর্মসুচি পালন তরে প্রবাসে বেশ সুনাম অর্জন করেছে।

রামগঞ্জ পৌর যুবদলের সদস্য আমজান হোসেন মিয়াজি বলেন, প্রবাসে বিএনপির দুর্গ তৈরীর পাশাপাশি একজন রেমিঠ্যান্স যুদ্ধা বড় কবির পাটোয়ারী আমাদের অনুপ্রেরনা। কবির হোসেন পাটোয়ারী রামগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূণ দায়িত্ব পালন করেছেন।