বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম-এর নীলফামারী জেলা আহ্বায়ক কমিটি গঠন

সামাজিক ও যুব উন্নয়নমূলক সংগঠন “বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম”-এর নীলফামারী জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুল বিন বারী এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিঃ সৈয়দ মোঃ শাকিল স্বাক্ষরিত আহ্বায়ক কমিটিতে মোঃ তরিকুল ইসলাম তৌফিক’কে আহ্বায়ক এবং মোঃ মোয়াজ্জেম শাহ্ রিয়াদ’কে সদস্য সচিব করে মোট ৯ সদস্য বিশিষ্ট কমিটিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম ২০২০ সাল থেকে আর্ত মানবতার সেবায় নিয়োজিত আছে। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে সেবা প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি, বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, স্বেচ্ছায় মুমূর্ষু রোগীদের রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়োজিত আছে সংগঠনটি। বর্তমানে দেশব্যাপী সংগঠনের জেলা ও আঞ্চলিক কমিটি গঠনের মাধ্যমে সমগ্র দেশে মানবিক কাজের পরিধি বৃদ্ধি করতে ইচ্ছুক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ঐক্য, সেবা, শান্তি এই ৩টি স্লোগানকে ধারণ করে এবং আমরাই গড়বো মানবিক বাংলাদেশ, এই লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা করছে এই সংগঠনের মানবিক কার্যক্রম। বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের কেন্দ্রীয় কার্যালয় মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। বর্তমানে সংগঠনটিতে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে প্রায় পাঁচশতাধিক মানবিক স্বেচ্ছাসেবীবৃন্দ।
আপনার মতামত লিখুন