বারহাট্টায় শীতার্তদের মাঝে বিএনপি নেতা ড্যানি’র কম্বল বিতরণ
গরিব, অসহায় ও দুস্থ মানুষ যেন শীতে কষ্ট না পায় সে জন্য তাদের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নেত্রকোনার বারহাট্টায় দুস্থ ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী। নিজ উদ্যোগে গত ৪ জানুয়ারি থেকে উপজেলার সাত ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ শুরু করেন।
এ বিষয়ে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেন, তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা দেশেই কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আমার জন্মস্থান এবং নির্বাচনী এলাকা যেহেতু বারহাট্টা তাই আমি প্রাথমিকভাবে বারহাট্টার ৭ ইউনিয়নে ৫ হাজার কম্বল বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আরো বিতরণ করা হবে। ইতিমধ্যেই তিনটি ইউনিয়নে কম্বল বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। বাকি চার ইউনিয়নে ধাপে ধাপে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। শীতের প্রকোপ যতদিন থাকবে আমাদের কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্রকে বাঁচাতে আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছেন। দেশ এখন ফ্যাসিস্ট মুক্ত হলেও দেশকে নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। যতদিন পর্যন্ত সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততদিন মাঠে থেকে লড়াই চালিয়ে যাবে বিএনপি।



আপনার মতামত লিখুন