হুজরাবাড়ি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন
নেত্রকোনার বারহাট্টার হুজরাবাড়ি উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে এডহক কমিটির অনুমোদন করা হয়েছে।
উক্ত এডহক কমিটিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সভাপতি হিসেবে সুলায়মান হাসান রুবেলকে সভাপতি ও শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ সাখাওয়াত হোসেন মজুমদার এবং অভিভাবক সদস্য হিসেবে মোঃ কামাল হোসেনক দ্বায়িত্ব দিয়ে এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে অত্র প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক অঞ্জন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নবগঠিত এডহক কমিটিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এর প্রবিধানমালা- ২০২৫ এ বর্ণিত প্রবিধান অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য যে, জুলাই আন্দোলনে সরকার পতনের পর দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং ও ম্যানেজিং কমিটি ভেঙে দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রায় তিন মাস কমিটি বিহীন থাকায় নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্যা সমাধানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) এডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।



আপনার মতামত লিখুন