চাঁদপুরে ৫ জন নারী পেলো শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে চাঁদপুরে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, বর্তমানে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে আছেন। শুধু এগিয়েই নয়, তারা সত্যিই সবক্ষেত্রে ভালো করছেন। রাষ্ট্র, সমাজ ও পরিবার ব্যবস্থায় নারীর সমান অধিকারের জন্যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আমৃত্যু লড়াই করেন। বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর অবদান রাখতে পারলেই উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণ সম্ভব।
তিনি বলেন, আমাদের সমাজ ব্যবস্থাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যে জায়গায় নারীরা সর্বক্ষেত্রে সর্বসময় নিরাপদ থাকবে। শুধু মুখে নয় তা বাস্তবায়ন করতে হবে। যারা এখনো আলোর পথে আসতে পারেননি, তাদেরকে আলোর পথ দেখাতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।
তিনি উপস্থিত নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে যারা জয়িতা সম্মাননা পাচ্ছেন এরা হচ্ছে তোমাদের আলোকবর্তিকা। তাদের তোমরা অনুসরণ করতে হবে। সামনে আমাদের বিশাল চ্যালেঞ্জ রয়েছে। সে চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদেরও বিশেষ ভূমিকা রাখতে হবে। সর্বক্ষেত্রে নারীদের এগিয়ে আসতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাছিমা আকতার।
আলোচনা পর্ব শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০২৪ শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে চাঁদপুর জেলা কমিটি কর্তৃক নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।
তারা হলেন সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী
নাসরিন আক্তার (হাজীগঞ্জ), শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোহছেনা আক্তার (হাজীগঞ্জ), সফল জননী নারী বিনুয়ারা বেগম (কচুয়া), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা
রেখা বেগম ( শাহরাস্তি), সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা তানিয়া ইসলামকে (চাঁদপুর সদর), জয়িতা সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ আমন্ত্রিত অতিথি
আপনার মতামত লিখুন