বারহাট্টায় যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এদেশ নতুন করে’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার বারহাট্টায় মহান মে শ্রমিক দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহান মে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ কামরুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আক্কাস আলী ও আরিফুল্লাহ সোহেল সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বারহাট্টা উপজেলা শাখাসহ আরো কয়েকটি শ্রমিক সংগঠন পৃথক র্যালি বের করে। এই র্যালিতে বারহাট্টা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শ্রমিক ও পেশাজীবীরা অংশ নেন। র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন