খুঁজুন
সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে গণঅধিকার পরিষদের আলোচনা ও ইফতার মাহফিল

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ
চাঁদপুরে গণঅধিকার পরিষদের আলোচনা ও ইফতার মাহফিল
আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে হামলার মামলার লুটপাট থাকবে না
……..ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হবে না। হামলার শিকার হতে হবে না, মামলার শিকার হতে হবে না। রাজনীতিবিদেরা জনগণকে জিম্মি করে লুটপাট করবেন না, লুটপাট করে দেশের টাকা বাইরে পাঠাবেন না।’

রোববার (২৩ মার্চ) চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে ‘চাঁদপুর জেলা গঅণধিকার পরিষদ’ এর  উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক এ কথা বলেন।তিনি বলেন ‘চব্বিশের গণ অভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াত, তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো। গণ–অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। কিছু বুদ্ধিজীবী কৌশলে গণ–অভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চান। এতে দেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে। সে কারণে সবাইকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কোনো কোনো রাজনৈতিক দলের ধারাবাহিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। আমরা চাই না, আওয়ামী লীগের মতো আগামীর বাংলাদেশে আবার কেউ ফ্যাসিবাদ কায়েম করুক।’ আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিদেশি শক্তির ওপরে ভর করে এ দেশে গণহত্যা চালিয়ে মায়ের বুক খালি করেছে।’
গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করে, ভিন্নমতের মানুষের নামে মামলা-হামলা দিয়ে, ভারতের নীলনকশায় এই দেশে ফ্যাসিবাদী ও একদলীয় শাসন কায়েম করেছিল। তাদের বিরুদ্ধে যাঁরাই কথা বলেছেন, লড়াই করেছেন, তাঁদের কারাগারে যেতে হয়েছে। আমরা আওয়ামী লীগের মতো আগামীর বাংলাদেশে আবার কেউ ফ্যাসিবাদ কায়েম করুক, সেটা চাই না। কোনো কোনো রাজনৈতিক দলের ধারাবাহিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি।’কোনো রাজনৈতিক দল যদি ভেবে থাকে, আমরা ক্ষমতায় চলে আসছি। ক্ষমতা অনেক দূরে, এটা অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী রাজনৈতিক দলের সরকার নয়। ‘আপনারা যাঁরা ভিন্নমতের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলছেন, নেতা-কর্মীদের হুমকি দিচ্ছেন, মামলা দিচ্ছেন, আপনারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন।

নুরুল হক বলেন, স্বৈরাচারী ব্যবস্থা যেন আগামীতে গড়ে উঠতে না পারে, সে জন্য তাঁরা প্রকৃত অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র চান, যা জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে। জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সংসদ সদস্য বানান। তাঁরা জনগণের দাবি পূরণে কাজ করবেন। পটপরিবর্তনের ফলে মানুষ নতুন স্বপ্ন দেখছে। আগামীর বাংলাদেশকে তাঁরা নিজের মতো করে বিনির্মাণ করতে চাচ্ছেন। মানুষ চায়, বিগত সরকারের আমলে যেমন দেশ চলছে, আগামীর বাংলাদেশ যেন তেমন না চলে।
ফ্যাসিবাদী সরকারের পতন হয়ে নতুন সরকার গঠিত হয়েছে মন্তব্য করে নুরুল হক বলেন, দেশের জনগণের দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হবে। সরকার বিচারব্যবস্থার মাধ্যমে সেই পদক্ষেপ নেবে। নতুন সরকার গঠিত হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয় এখনো নিয়ন্ত্রণে আসেনি। যখন নানা ধরনের সংকট তৈরি হয়, তখন রাজনৈতিক দলের নেতা ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তাঁদের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন। তিনি বলেন ‘যদি লুটপাটকারীরা ক্ষমতায় আসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হন, তাহলে এ পরিস্থিতির আর বদল হবে না। লড়াই সংগ্রাম আমরা করেছি সহনশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য। আপনাদের সেই সুযোগ এসেছে। সঠিক প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা, সমাজ ও রাজনীতির সংস্কারও জরুরি। ‘ক্ষমতাকেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তা পরিবর্তন করতে হবে। রাজনৈতিক দলগুলো যেন ক্ষমতায় গিয়ে দানব হয়ে উঠতে না পারে, তার জন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও চার বছরমেয়াদি সংসদের কথা বলছি। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে তরুণদের নতুন রাজনীতিতে এগিয়ে আসতে হবে।’

জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান এবং যুগ্ম আহ্বায়ক অনুষ্ঠানে বাস্তবায়ন কমিটির আহবায়ক সাংবাদিক জাকির হোসেন এর যৌথ সঞ্চালনা আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হোসেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জহির উদ্দিন বাবর, জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক জি এম রাশেদ।

ইতালি যুবদলকে ঐক্যবদ্ধ ও সু সংগঠিত করতে ইতালি যুবদল লাস্পেসিয়া শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৮:৪৮ পূর্বাহ্ণ
   
ইতালি যুবদলকে ঐক্যবদ্ধ ও সু সংগঠিত করতে ইতালি যুবদল লাস্পেসিয়া শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালি কেন্দ্রীয় কমিটিকে ঐক্যবদ্ধ ও সু সংগঠিত করতে ইতালি যুবদল লাস্পেসিয়া শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাকির হোসেন গণি সভাপতি ইতালি যুবদল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ওমর ফারুক সাধারণ সম্পাদক ইতালি যুবদল।

নাছির মিয়া লাস্পেসিয়া যুবদল সুজন আহমেদ লাস্পেসিয়া যুবদল দুলাল আহমেদ যুগ্ম আহ্বায়ক সেচ্ছাসেবক দল ইতালি উত্তর আজম খাঁন লাস্পেসিয়া যুবদল নেতা। বিশেষ বক্তব্য রাখেন ইতালি যুবদল নেতা সালাউদ্দিন সাগর, রিমন আহমেদ, দিপু ফকির লাস্পেসিয়া শাখা।

 

আরও বক্তব্য রাখেন নুর মোহাম্মদ দেওয়ান লাস্পেসিয়া বিএনপি নেতা, উজ্জ্বল হুসেইন লাস্পেসিয়া বিএনপি নেতা, সাদ্দাম হাওলাদার, ইতালি কেন্দ্র যুবদল সৈকত আহমেদ। আরও বক্তব্য রাখেন সুজন আহমেদ লাস্পেসিয়া যুবদল শেখ মিটু বাপ্পি খাঁন, আরিয়ান তৌহিদ সাইফুল দিপু ফকির আরিফুল ইসলাম উপস্থিত বক্তব্য রাখেন লাস্পেসিয়া বিএনপি সহ যুবদলের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে যুবদলের ভূমিকা অনন্য। তারা আশা প্রকাশ করেন, ইতালি যুবদল আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও সংগঠিত হবে এবং যারা বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের নিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার পরার্মশ দেন।

ইতালির বিভিন্ন প্রভিন্সে যুবদল কমিটি গঠনের লক্ষ্যে মনফালকনে গরিঝিয়া যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২:৫০ পূর্বাহ্ণ
   
ইতালির বিভিন্ন প্রভিন্সে যুবদল কমিটি গঠনের লক্ষ্যে মনফালকনে গরিঝিয়া যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালি কেন্দ্রীয় কমিটির নির্দেশে ইতালির বিভিন্ন প্রভিন্সে যুবদল কমিটি গঠনের লক্ষ্যে মনফালকনে গরিঝিয়া যুবদলের উদ্যোগে অদ্য রোজ রবিবার মনফালকনের স্থানীয় একটি রেস্টুরেন্টে যুবদলের প্রায় শতাধিকের অধিক নেতাকর্মী নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভাটি মনফালকনে গরিঝিয়া যুবদলের নেতা আলাদিনের সভাপতিত্বে এবং যুবদল নেতা শাহপরাণ খন্দকার এবং মিনহাজুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।হাফেজ আশরাফুল আরমান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুবদল নেতা এমরান মিয়া,ইকবাল হোসেন,জান্নাত হোসাইন, রাজিব শেখ, তামিম ইসলাম তোহা, বাবু মোহাম্মদ, নাজমুল হাসান, সজিব মিয়া, কুতুব ইসলাম প্রমুখ।উক্ত মতবিনিময় সভায় যুবদলের নেতারা একটি শক্তিশালী কমিটি গঠন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।দীর্ঘ একযুগ পর ইতালি যুবদলের কমিটি অনুমোদন দেয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আবদুল মোনায়েম এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পাশাপাশি ইতালি যুবদলের নবনির্বাচিত সভাপতি জনাব জাকির হোসেন গণি এবং সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুককে মনফালকনে গরিঝিয়া যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মতবিনিময় সভায় উপস্থিত মনফালকনে গরিঝিয়া যুবদলের সকল নেতাকর্মীরা একবাক্যে ওয়াদাবদ্ধ হন, বিগতদিনে যেভাবে মনফালকনে গরিঝিয়া বিএনপি ইতালিতে সাংগঠনিকভাবে তাদের ভূমিকা রেখেছে ইনশাআল্লাহ আগামিতে মনফালকনে গরিঝিয়া যুবদলও সাংগঠনিকভাবে সেইরকম ভূমিকা রাখবে।পরিশেষে আগামি জাতীয় নির্বাচনে মনফালকনে গরিঝিয়া যুবদল তাদের শক্তিশালী সাংগঠনিক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানটি শেষ করেন।

রামগঞ্জে ফিরছে বিএনপির দুঃসময়ের কান্ডারী কবির হোসেন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ণ
   
রামগঞ্জে ফিরছে বিএনপির দুঃসময়ের কান্ডারী কবির হোসেন পাটোয়ারী

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আস্থার প্রতীক হিসেবে পরিচিত সাবেক ছাত্র ও যুবনেতা কবির হোসেন পাটোয়ারী শীঘ্রই দেশে ফিরছেন। তাকে গ্রহন করতে দলীয় নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহন করছে বলে দলের একটি সূত্র জানিয়েছেন।

দলীয়নেতা-কর্মীরা জানান,রামগঞ্জ বিএনপির রাজপথের লড়াইকু শহীদ জিয়ার আদর্শের দল বিএনপির পরিক্ষিত সৈনিক কবির হোসেন পাটোয়ারী। যাকে বড় কবির নামে সবাই ছিন। কবির হোসেন পাটোয়ারী বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একাধি মিথ্যা এবং জেল-জুলুমে শিকার হয়। ফ্যাসিস্ট বাহিনীর হামলা ও পুলিশি হয়রানীতে অতিষ্ট হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়।

প্রবাসে গিয়ে ফ্রান্সে বিএনপির র্দুগ তৈরী করে এবং দেশের মাটিতে রাজনীতি করতে গিয়ে যেসব নেতা-কর্মী মামলা-হামলাতে শিকার হয়েছে, তাদের আর্থিক ও আইনী সার্পোট দিয়েছন। এতে প্রবাসে থেকেও কবির হোসেন পাটোয়ারী প্রকাশ বড় কবির তৃণমুল বিএনপি ও সহযোগী সংগঠনের আস্থাভাজক হিসেবে যোগ্যতা অর্জন করেছে।

বিগত সময়ে এইতুখোড় নেতা কবির হোসেন পাটোয়ারী রামগঞ্জ সরকারী কলেজের জিএস, রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ও রামগঞ্জ উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছে। ফ্রান্স বিএনপির ১ম যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে দলের ঘোষিত সকল কর্মসুচি পালন তরে প্রবাসে বেশ সুনাম অর্জন করেছে।

রামগঞ্জ পৌর যুবদলের সদস্য আমজান হোসেন মিয়াজি বলেন, প্রবাসে বিএনপির দুর্গ তৈরীর পাশাপাশি একজন রেমিঠ্যান্স যুদ্ধা বড় কবির পাটোয়ারী আমাদের অনুপ্রেরনা। কবির হোসেন পাটোয়ারী রামগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূণ দায়িত্ব পালন করেছেন।