চাঁদপুর সদরের তরপুরচন্ডী ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ

চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ বিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সকালে জেলেদের মাঝে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মেঘনা নদীতে জাটকা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়ন করতে জেলেদের খাদ্য সহায়তার আওতায় সরকারিভাবে বিনামূল্যে চাল বরাদ্দ দেয়া হয়েছে। পহেলা মার্চ থেকে ৩০ শে এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ শিকার বন্ধ রয়েছে। এরই ধারাবাহিকতায় তরপুরচন্ডী ইউনিয়নের নিবন্ধিত ১ হাজার ৫৪’ জন ফেব্রুয়ারি ও মার্চ মাসের বরাদ্দকৃত জনপ্রতি ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, তরপুরচন্ডী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্ত মনছুর আহমেদ, ট্যাগ অফিসার চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা
নুরজাহান বেগম, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ
আপনার মতামত লিখুন