বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সামাজিক ও যুব উন্নয়নমূলক সংগঠন “বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম”-এর ৫ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত ১৪ই মার্চ শুক্রবার মুন্সিগঞ্জের সদর উপজেলার দরগাবাড়ি এলাকায় সানাই কমিউনিটি সেন্টারে প্রায় অর্ধশতাধিক সামাজিক, মানবিক, যুব ও নারী উন্নয়নমূলক সংগঠনের চারশতাধিক স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব শাহ্ মোহাম্মদ আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ আক্তার হোসেন, মোঃ ইব্রাহিম ওয়ালিদ, মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. সুজন হায়দার জনি, মুন্সিগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ঢালী সহ আরও অনেক গুণীজন।
মোঃ মুশফিকুর সালেহীন শিহাবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিঃ সৈয়দ মোঃ শাকিল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাইফুল বিন বারী।
আপনার মতামত লিখুন