চাঁদপুর পৌরসভায় সিসিডিএ এর প্রকল্প অবহিতকরণ সভা

সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর প্রকল্প অবহিতকরুণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি)’ সকালে চাঁদপুর পৌরসভার অডিটোরিয়ামে পৌরসভা পর্যায়ের স্থানীয় অংশীজনদের নিয়ে প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর পৌরসভার প্রশাসক মো: গোলাম জাকারিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষক অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক, পীর মহসিন উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম, চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ মাইনুল ইসলাম, পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন সিসিডিএ সিমস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কে এম মাহতাব উদ্দিন, প্রকল্প কর্মকর্তা মো: শাহজাহান, উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার।
উল্লেখ্য সিসিডিএ এর সিমস প্রকল্পটি অভিবাসন ব্যবস্থাপনায় সুশাসন ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া অনুশীলনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন এর লক্ষ্য ও উদ্দেশ্যে চাঁদপুর জেলা ৬ টি উপজেলায় ৩৭টি ইউনিয়ন ও ৫ টি পৌরসভায় তাঁদের কার্যক্রম ২০২৮ সাল পর্যন্ত পরিচালনা করে থাকবেন।
আপনার মতামত লিখুন